বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের সুপারিশ

বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের সুপারিশ

মোঃ দেলোয়ার হোসেন ,বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি: আইন পরিবর্তন করে হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করে বাউফল উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার ফেসবুকে পোষ্ট দেওয়ায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও শৃংঙ্খলা ভংগের অভিযোগের কারন দর্শানোর নোর্টিশ জবাব সস্তোষ না হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপািরশ করেছে জেলা আ.লীগ।
উল্লেখ্য: গত ৩০ সেপ্টেম্বর  আবদুল মোতালেব হাওলাদার  তার নিজস্ব ফেসবুক আইডি থেকে আইন পরিবর্তন করে হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করে একটি পোষ্ট দেন। এ নিয়ে তার দলের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি জেলা আ.লীগের নজরে আসলে তিন দিনের সময় দিয়ে আবদুল মোতালেব হাওলাদার কে কারন দর্শানোর নোর্টিশ দেওয়া হয়। তার কারন দর্শানোর নোর্টিশের জবাবে সন্তষ্ট না হওয়ায় জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান এর ৯ অক্টোবর যৌত স্বাক্ষরিত দলীয় শৃংঙ্খলা ভংগের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ সহকারে কারন দর্শানোর জবাবসহ বাংলাদেশ আ.লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি নিকট প্রেরন করা হয়েছে।
এ বিষয় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদ বলেন,উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করে ফেসবুকে পোষ্ট দেওয়ায় তাতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। জেলা আ.লীগ বাংলদেশ আ.লীগের সাধারন সম্পাদক মহোদয়ের কাছে মোতালেব হাওলাদারের  বিরুদ্ধে শৃংঙ্খলা ভংগের অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য যে সুপারিশ করেছে সে জন্য সাধুবাদ জানিয়ে কার্যকরি ব্যবস্থা গ্রহনের দাবি জানান।